০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিন কোরিয়ায় ২য় দানোত্তম শুভ কঠিন চীবর দান

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৩:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৮২৫ বার পড়া হয়েছে

দক্ষিন কোরিয়ার গিম্পু শহরের বাংলাদেশ বুদ্ধাসা মহাবিহারে ২য় বারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর)সকালে কোরিয়ার ইয়নওনসা বৌদ্ধ বিহারে  গিমপা ওয়েলফেয়ার সোসাইটি ,জুম্ম পিপল নেটওয়ার্ক , বুদ্ধাসা মহাবিহারের দায়ক দায়িকাবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

অনুষ্ঠানে শ্রীলংকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত কিটিপোলা ওইমালারতনা থের ,ভদন্ত সংঘানন্দ ভিক্ষু প্রমুখ দেশনা করেন/

অনুষ্ঠানে বাংলাদেশের বড়ুয়া, চাকমা, মারমাসহ শ্রীলঙ্কান বৌদ্ধ নরনারীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

দক্ষিন কোরিয়ায় ২য় দানোত্তম শুভ কঠিন চীবর দান

আপডেট সময় ০৩:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

দক্ষিন কোরিয়ার গিম্পু শহরের বাংলাদেশ বুদ্ধাসা মহাবিহারে ২য় বারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর)সকালে কোরিয়ার ইয়নওনসা বৌদ্ধ বিহারে  গিমপা ওয়েলফেয়ার সোসাইটি ,জুম্ম পিপল নেটওয়ার্ক , বুদ্ধাসা মহাবিহারের দায়ক দায়িকাবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

অনুষ্ঠানে শ্রীলংকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত কিটিপোলা ওইমালারতনা থের ,ভদন্ত সংঘানন্দ ভিক্ষু প্রমুখ দেশনা করেন/

অনুষ্ঠানে বাংলাদেশের বড়ুয়া, চাকমা, মারমাসহ শ্রীলঙ্কান বৌদ্ধ নরনারীরা অংশগ্রহণ করেন।