০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায়

তালসরা আনন্দারাম  বিহারে কঠিন চীবর দান আগামী ১৯ নভেম্বর রবিবার

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১০৪৪ বার পড়া হয়েছে

আনোয়ারায় দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী ১৯ নভেম্বর রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায়  তালসরা আনন্দারাম  বিহারে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পটিয়া কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের অধ্যক্ষ  প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। বিশেষ অতিথি থাকবেন ঠেগরপুনি সংঘরাজ শাক্যমুনি বিহারের অধ্যক্ষ  সুদেশক ভদন্ত প্রজ্ঞাসার মহাথেরো, উদ্বোধক থাকবেন রুদুরা আনন্দ নিকেতন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদিশারী ভদন্ত বোধিরতন মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর জলদী   মহাথেরো।

বিকালে দানোত্তম কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মরশ্মি ভদন্ত ধর্মপাল মহাথেরো,  প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা আলীশ্বর শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত জিনানন্দ মহাথের, মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর জলদী শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানটি তথাগত অনলাইন সরাসরি সম্প্রচার করবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায়

তালসরা আনন্দারাম  বিহারে কঠিন চীবর দান আগামী ১৯ নভেম্বর রবিবার

আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

আনোয়ারায় দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী ১৯ নভেম্বর রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায়  তালসরা আনন্দারাম  বিহারে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পটিয়া কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের অধ্যক্ষ  প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। বিশেষ অতিথি থাকবেন ঠেগরপুনি সংঘরাজ শাক্যমুনি বিহারের অধ্যক্ষ  সুদেশক ভদন্ত প্রজ্ঞাসার মহাথেরো, উদ্বোধক থাকবেন রুদুরা আনন্দ নিকেতন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদিশারী ভদন্ত বোধিরতন মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর জলদী   মহাথেরো।

বিকালে দানোত্তম কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মরশ্মি ভদন্ত ধর্মপাল মহাথেরো,  প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা আলীশ্বর শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত জিনানন্দ মহাথের, মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর জলদী শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানটি তথাগত অনলাইন সরাসরি সম্প্রচার করবে।