ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে তাবতিংস দেবলোকে বুদ্ধ কর্তৃক দেশিত অভিধর্ম পিঠকের ৭ম ভাগ, অন্তরায় বিনাশক পটঠান পাঠ ৫দিন ব্যাপী অবিরত পট্ঠান পাঠ আগামী ২৭ জুন মঙ্গলবার শুরু হচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ ও উপাসক-উপাসিকা কর্তৃক এ পট্ঠান পাঠের আয়োজন করেছে।
২৭ জুন বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পট্ঠান পাঠ আরম্ভ হয়ে ১জুলাই বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত পবিত্র পট্ঠান পাঠ সমাপ্ত হবে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৬ টায় পিণ্ডাচরণ। সকাল ১০টায় অষ্ট উপকরণসহ সংঘদান ও বিকাল ৪টা থেকে ৬টা ধর্মদেশনা ও ভৈষজ্য সংঘদান অনুষ্ঠিত হবে।
অবিরত পট্ঠান পাঠ পরিচালনা করবেন রাউজান গহিরা অংকুরঘোনা মহাশ্মশান ভাবনা কেন্দ্রের পরিচালক, বিদর্শনাচার্য্য ভদন্ত সত্যপাল মহাথের।