ফটিকছড়ি থানার অন্তর্গত ১৮ নং ধর্মপুর ইউনিয়নের ফরাঙ্গীরখীল গ্রামের গৌতম মনি বিহারের প্রতিষ্ঠাকালীন সভাপতি,প্রভাতী পালি বিদ্যালয়ের শিক্ষক ধার্মিক উপাসক প্রয়াত ডাক্তার বেণীমাধব বড়ুয়া ও ধার্মিক উপাসিকা মায়া রানী বড়ুয়ার নির্বাণ শান্তি কামনা ও স্মৃতি স্মরণার্থে ডাঃ বেনী-মায়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় অষ্ঠপরিষ্কার সহ সংঘদানের আয়োজন করা হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ডোমখালী পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাস্থবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরাঙ্গীরখীল গৌতম মনি বিহারের অধ্যক্ষ জ্যোতিনন্দ ভিক্ষু,ভদন্ত অনুত্তর ভিক্ষু প্রমুখ। সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় সমাজসেবক রতন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে ধর্ম দেশনা প্রদান করেন ভদন্ত আদিবংশ থের এবং ভদন্ত শান্তজ্যোতি থের।
বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে বাড়ীতে এখনো আনন্দিত হয়ে সারম্বরে অনুষ্ঠান উদযাপন করে।
ডাঃ বেণী মাধব বড়ুয়ার কোন ছেলে সন্তান না থাকলেও তাঁর চার মেয়ে একত্রিত হয়ে সেবামূলক কর্মকাণ্ড করার প্রয়াসে মাতা পিতার নামে যে ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
তারা আরো বলেন,ডাঃ বেণী মাধব বড়ুয়াকে পাশ্ববর্তী মানুষেরা এখনো একনামে চিনেন তাঁর কীর্তির জন্য এবং তিনি ছিলেন এই অঞ্চলের একজন গুণীজন ও সাধু ব্যক্তিত্ব। এরপর ১২টা ১ মিনিটে রাউজান লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অভয়ানন্দ থের ফিতা কেটে ডাঃ বেনী-মায়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া প্রবাসী সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া, মাস্টার দুলাল কান্তি বড়ুয়া, সাধন বড়ুয়া,খোকন বড়ুয়া ও ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়ক ও পরিচালক ধর্মপুর কমল কৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডেজী রানী বড়ুয়া।
পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ঝর্না রানী বড়ুয়া,অনিমা রানী বড়ুয়া,কণিকা রানী বড়ুয়া।এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন নিপু কান্তি বড়ুয়া,প্রিয়তোষ বড়ুয়া, সাংবাদিক এম. শাহনেওয়াজ নাজিম,সাংবাদিক বাচ্চু বড়ুয়া,রাজু বড়ুয়া,রিকু বড়ুয়া, শাওন ও ইমন বড়ুয়া প্রমুখ।
ডাঃ বেনী-মায়া ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কর্মকান্ড পরিচালনা, ফ্রি চিকিৎসা সেবা, পাঠাগার স্থাপন ও শিক্ষার প্রসারে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে।