একুশে পদক বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা ,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব শিক্ষাবিদ ড. প্রনব কুমার বড়ুয়া আর নেই। (অনিচ্চা বত সাংখারা……. )
রবিবার ২৮ এপ্রিল নগরীর বাসায় সকাল ১০.৫০ মিনিটে একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদের মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়ে , অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর কাতালগঞ্জস্থ নব পন্ডিত বিহারে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকেল সাড়ে ৪টায় ১ম অনিত্য সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২৯ এপ্রিল সোমবার দুপুর ২টায় তার নিজ গ্রাম রাউজানের আবুরখীল শেষকৃত্যানুষ্ঠান সস্পন্ন করা হবে।
ড. প্রনব কুমার বড়ুয়া ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্য ও পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণীতে পেশাগত বিএড ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার” তাকে ২০১৯ সালে “একুশে পদক” প্রদান করে।
শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে খন্ডকালীন অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন। এছাড়া কানুনগোপাড়া কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, অগ্রসর বালিকা মহাবিদ্যালয় এবং কুণ্ডেশ্বরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সহকারী প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. প্রণব কুমার বড়ুয়া বেশি কিছু গ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল
মুক্তিযুদ্ধে বাঙালি বৌদ্ধদের অবদান
বাংলাদেশের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি
অতীশ দীপংকর
বৌদ্ধ আচরণবিধি
মহাথেরোকে যেভাবে দেখেছি
পৃথিবীর পথে পথে
গৌতম বুদ্ধের জীবন ও বাণী
শতবর্ষের বৌদ্ধ সাহিত্যিকদের অবদান ও সমাজজীবন।
পুরস্কার ও সম্মাননা:
- থাই রাজা কর্তৃক রাজগৌরব সম্মাননা
- মহাত্মা গান্ধী জাতীয় পুরস্কার
- মাদার তেরেসা পুরস্কার
- বৌদ্ধ রত্ন উপাধি
- ড. আহমেদ কর প্রজ্ঞাদীপ পুরস্কার
- অল সিলং বুড্ডিস্ট সম্মাননা
- ধর্মাদিপতি ও প্রজ্ঞাচর্চা সম্মাননা, ভারত