০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিত্ত যদি পরিশুদ্ধ না হয় ,আপনি রক্ষাপ্রাপ্ত হবেননা:গুণ বর্ধন পঞঞা মহাথের

বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের বলেছেন ,চিত্ত যদি পরিশুদ্ধ না হয় ,আপনি রক্ষাপ্রাপ্ত হবেননা। চিত্ত যদি সুন্দর না হয় ,আপনি সুকর্ম সম্পাদন করতে পারবেনা। আপনার চিত্ত যদি দুশ্চরিত্র ধারণ করে তাহলে আপনার চরিত্রের মধ্যে কুটিলতা জটিলতা হিংসা বিদ্ধেষ অহংকার বিরাজ করবে।

তিনি দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সং‌ঘ ফ্রান্সের উদ্যোগে  রবিবার (১৪ মে ) স্থানীয় সময় বিকেল ৩ টায় প্যারিসের অদূরে ওভারভিলার বটতলার হলরুমে বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে একক সদ্ধর্মদেশনায় এ কথা বলেন।

এ উপলক্ষে শীল গ্রহণ,বুদ্ধ স্নান, একক ধর্মদেশনা,দান সহ বিবিধ কর্মসূচী পালিত হয়।

দেশনায় তিনি আর ও বলেন,নিজের নৈতিকতাকে সুন্দর করার জন্য যে আচরণ করা সেটা শীল বা চরিত্র। সে নৈতিকতা কি আপনারা সবাই সেটা অবগত। প্রাণী হত্যা থেকে বিরত থাকব।চুরি করা থেকে বিরত থাকব। কামাচার থেকে বিরত থাকব। মিথ্যা বলা থেকে বিরত থাকব। নেশা দ্রব্য থেকে বিরত থাকব। সে বিরত থাকার শিক্ষা প্রদান করেছেন গৌতম বুদ্ধ। বুদ্ধ প্রথমে অকুশল কর্মকে রোধ করেছেন। অকুশল কাজ থেকে বিরত থাকলে আপনাআপনি কুশল কর্মের সৃষ্টি হবে।

জীবনে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য প্রজ্ঞা দিয়ে বিচার বিশ্লেষণ করে বৌদ্ধের আর্য্য, শিক্ষা গ্রহণ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সুনীল বড়ুয়া।পঞ্চশীল প্রার্থনা করেন স্নিগ্ধা বড়ুয়া।ভদন্ত  উ.গুণ বর্ধন পঞঞা মহাথের’র জীবনী পাঠ করেন জগৎজ্যোতি বড়ুয়া।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির নতুন কমিটি গঠিত

You cannot copy content of this page

চিত্ত যদি পরিশুদ্ধ না হয় ,আপনি রক্ষাপ্রাপ্ত হবেননা:গুণ বর্ধন পঞঞা মহাথের

আপডেট সময় ০৩:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের বলেছেন ,চিত্ত যদি পরিশুদ্ধ না হয় ,আপনি রক্ষাপ্রাপ্ত হবেননা। চিত্ত যদি সুন্দর না হয় ,আপনি সুকর্ম সম্পাদন করতে পারবেনা। আপনার চিত্ত যদি দুশ্চরিত্র ধারণ করে তাহলে আপনার চরিত্রের মধ্যে কুটিলতা জটিলতা হিংসা বিদ্ধেষ অহংকার বিরাজ করবে।

তিনি দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সং‌ঘ ফ্রান্সের উদ্যোগে  রবিবার (১৪ মে ) স্থানীয় সময় বিকেল ৩ টায় প্যারিসের অদূরে ওভারভিলার বটতলার হলরুমে বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে একক সদ্ধর্মদেশনায় এ কথা বলেন।

এ উপলক্ষে শীল গ্রহণ,বুদ্ধ স্নান, একক ধর্মদেশনা,দান সহ বিবিধ কর্মসূচী পালিত হয়।

দেশনায় তিনি আর ও বলেন,নিজের নৈতিকতাকে সুন্দর করার জন্য যে আচরণ করা সেটা শীল বা চরিত্র। সে নৈতিকতা কি আপনারা সবাই সেটা অবগত। প্রাণী হত্যা থেকে বিরত থাকব।চুরি করা থেকে বিরত থাকব। কামাচার থেকে বিরত থাকব। মিথ্যা বলা থেকে বিরত থাকব। নেশা দ্রব্য থেকে বিরত থাকব। সে বিরত থাকার শিক্ষা প্রদান করেছেন গৌতম বুদ্ধ। বুদ্ধ প্রথমে অকুশল কর্মকে রোধ করেছেন। অকুশল কাজ থেকে বিরত থাকলে আপনাআপনি কুশল কর্মের সৃষ্টি হবে।

জীবনে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য প্রজ্ঞা দিয়ে বিচার বিশ্লেষণ করে বৌদ্ধের আর্য্য, শিক্ষা গ্রহণ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সুনীল বড়ুয়া।পঞ্চশীল প্রার্থনা করেন স্নিগ্ধা বড়ুয়া।ভদন্ত  উ.গুণ বর্ধন পঞঞা মহাথের’র জীবনী পাঠ করেন জগৎজ্যোতি বড়ুয়া।