চট্টগ্রাম সিটি করপোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অষ্টপরিষ্কার সহ সংঘদানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান অতিথি ছিলেন আনোয়ারা কেয়াপাড় সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যকীর্তি মহাথের, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের, পশ্চিম বিনাজুরী রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনশ্রী মহাথের।

বিকেলে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সভায় উদ্বোধনী ভাষণ প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত),শিক্ষক এম. বোধিমিএ মহাথের। স্বাগত ও সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন প্রকৌশলী জয়সেন বডুয়া। মূখ্য ধর্মালোচক গুমানমদর্ন নালন্দা সাবর্জনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের,জৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ ভদন্ত সদ্ধর্মশ্রী শ্রদ্ধানন্দ থের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক ব্রক্ষান্ড প্রতাপ বডুয়া(রিপন) । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদ’২৩ সভাপতি লিটন বডুয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রুবেল বডুয়া,অভ্যর্থনা পারিষদের কাজল বডুয়া, সমন্বয় পরিষদের দেবজিত বডুয়া(বাপ্পা),ধর্মীয় সম্পাদক পীষুস বডুয়া, প্রকৌশলী বিপ্লব দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন এর মূল উদ্যোক্তা হিসাবে সম্মাননা প্রদান করা হয় শিক্ষক দীপেন কান্তি চৌধুরীকে। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সদস্যদের সন্তানদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ধর্মীয় পরিচয় এর ভিত্তিতে বিভেদ নয় বরং মনুষ্যত্বের পরিচয়ই আমার কাছে বরাবর প্রাধান্য পেয়ে আসছে। তাই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে চট্টগ্রামকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে যাব।