০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চরবরমা সুগত বিহারে সংঘদান,স্মৃতিচারণ ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত

চন্দনাইশ  চরবরমা সুগত বিহারে সংঘদান,স্মৃতিচারণ ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১২ মে) প্রতিবছরের ন্যায় একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাথেরর ২০তম প্রয়াণ দিবস, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবিরের প্রয়াত পিতা মাতা্র পারলৌকিক সুখ শান্তি কামনায় ও ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র  নীরোগ দীর্ঘায়ু কামনায় ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির ও দায়কদায়িকাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাথের।

বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত তিলোকানন্দ মহাথের,ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত দয়ানন্দ মহাথেরধিউদ্বোধক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির , প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ থের। অন্যান্যদের মধ্যে ভদন্ত অক্ষয়ানন্দ থের,ভদন্ত তেজপ্রিয় থের, ভদন্ত রতনানন্দ থের, বোধিপ্রিয় থের দেশনা করেন।

সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত বোধিমিত্র থের,ব্যবসায়ী সজল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অশোক কুমার বড়ুয়া ,পঞ্চশীল প্রার্থনা করেন দুলাল কান্তি বড়ুয়া।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

চরবরমা সুগত বিহারে সংঘদান,স্মৃতিচারণ ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

চন্দনাইশ  চরবরমা সুগত বিহারে সংঘদান,স্মৃতিচারণ ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১২ মে) প্রতিবছরের ন্যায় একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাথেরর ২০তম প্রয়াণ দিবস, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবিরের প্রয়াত পিতা মাতা্র পারলৌকিক সুখ শান্তি কামনায় ও ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের’র  নীরোগ দীর্ঘায়ু কামনায় ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির ও দায়কদায়িকাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাথের।

বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত তিলোকানন্দ মহাথের,ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত দয়ানন্দ মহাথেরধিউদ্বোধক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির , প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ থের। অন্যান্যদের মধ্যে ভদন্ত অক্ষয়ানন্দ থের,ভদন্ত তেজপ্রিয় থের, ভদন্ত রতনানন্দ থের, বোধিপ্রিয় থের দেশনা করেন।

সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত বোধিমিত্র থের,ব্যবসায়ী সজল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অশোক কুমার বড়ুয়া ,পঞ্চশীল প্রার্থনা করেন দুলাল কান্তি বড়ুয়া।