চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন , বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬মে বিকেল ২ টায় উত্তর হাসিমপুর বন বিহার প্রাঙ্গণে সংগঠনের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাথেরর সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাথের, জামিজুরি সুমনাচার বিদর্শনরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাথের, ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত দয়ানন্দ মহাথের,বিদর্শনাচার্য ভদন্ত আর্যমিত্র মহাথের। উদ্বোধক ছিলেন উত্তর হাসিমপুর বন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থের। পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য রাখেন ভদন্ত ড. সুমনপ্রিয় থের।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋতিক চৌধুরী ,সম্মানিত অতিথি ছিলেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া বিপিন, সাতবাড়িয়া বেপাড়িপাড়া রত্নাংকুর বিহার সভার সাধারণ সম্পাদক দীপন কুমার চৌধুরী ,স্কয়ার কর্মকর্তা পল্টু বড়ুয়া , পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সেঁজুতি বড়ুয়া পূর্ণা , তিশা বড়ুয়া ,সুরভি বড়ুয়া ।