১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চন্দনাইশে যুব সংসদের বর্ষপূর্তি , অভিষেক, বুদ্ধ পূর্ণিমা উদযাপন ৪ মে

চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের ১ম বর্ষপূর্তি , নবগঠিত কমিটির অভিষেক, ত্রিস্মৃতি বিজড়িত শুভ  বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগামী ৪ মে চন্দনাইশের কাঞ্চননগর মাসুমা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টায় শান্তি শোভাযাত্রা বের হবে। তা চন্দনাইশের বিভিন্ন বৌদ্ধ গ্রাম পদক্ষিন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহমুদা বেগম, বিশেষ অতিথি থাকবেন থানা অফিসার ইন চার্জ জনাব আনোয়ার হোসেন।

বিকেলে দুপুর ২টায় অষ্টপরিষ্কার সহ বৈকালিক সংঘদান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হবে।

চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম -১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

আশীর্বাদক থাকবেন জামিজুরি সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলুরক্ষিত মহাস্থবির, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। বিশেষ জ্ঞাতি থাকবেন ভদন্ত দেবানন্দ মহাস্থবির, ভদন্ত সোমানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক থাকবেন কথা শিল্পী ভদন্ত দীপঙ্কর স্থবির।  সদ্ধর্মদেশক থাকবেন ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত বোধিমিত্র স্থবির, ধর্মদূত ভদন্ত সুমনপ্রিয় স্থবির। বিশেষ অতিথি থাকবেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র জনাব মাহবুবুল আলম খোকা,  চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর জনাবা আক্তার সানজিদা জাফর পপি , ব্যবসায়ী বিদ্রোহী বড়ুয়া ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চন্দনাইশে যুব সংসদের বর্ষপূর্তি , অভিষেক, বুদ্ধ পূর্ণিমা উদযাপন ৪ মে

আপডেট সময় ১২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের ১ম বর্ষপূর্তি , নবগঠিত কমিটির অভিষেক, ত্রিস্মৃতি বিজড়িত শুভ  বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগামী ৪ মে চন্দনাইশের কাঞ্চননগর মাসুমা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টায় শান্তি শোভাযাত্রা বের হবে। তা চন্দনাইশের বিভিন্ন বৌদ্ধ গ্রাম পদক্ষিন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহমুদা বেগম, বিশেষ অতিথি থাকবেন থানা অফিসার ইন চার্জ জনাব আনোয়ার হোসেন।

বিকেলে দুপুর ২টায় অষ্টপরিষ্কার সহ বৈকালিক সংঘদান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হবে।

চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম -১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

আশীর্বাদক থাকবেন জামিজুরি সুমনাচার বিদর্শনারামের অধ্যক্ষ ভদন্ত শীলুরক্ষিত মহাস্থবির, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। বিশেষ জ্ঞাতি থাকবেন ভদন্ত দেবানন্দ মহাস্থবির, ভদন্ত সোমানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক থাকবেন কথা শিল্পী ভদন্ত দীপঙ্কর স্থবির।  সদ্ধর্মদেশক থাকবেন ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত বোধিমিত্র স্থবির, ধর্মদূত ভদন্ত সুমনপ্রিয় স্থবির। বিশেষ অতিথি থাকবেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র জনাব মাহবুবুল আলম খোকা,  চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর জনাবা আক্তার সানজিদা জাফর পপি , ব্যবসায়ী বিদ্রোহী বড়ুয়া ।