চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চমেক বৌদ্ধ ছাত্র সংসদ, বৌদ্ধ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে শনিবার (৬ মে) সকালে কলেজের নতুন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার শুরুতে কলেজের মূল ফটক থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক-চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে শোভাযাত্রাটি চমেক ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ‘শান্তির বারতায় বুদ্ধ পূর্ণিমা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অং সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম।
মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়া, ডা. অসীম বড়ুয়া , ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. দেবপ্রতিম বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
“শান্তির বারতায় বুদ্ধ পূর্ণিমা” শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ বুদ্ধের অহিংসা, মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার বাণীকে ধারণ ও অনুশীলন করে আর্য-অষ্টাঙ্গিক মার্গপথে জীবন পরিচালনা করে নিবৃত্তি বা নির্বাণ লাভ করে জাগতিক ও আত্যন্তিক দুঃখের নিরসনের আহবান জানান।