০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়া বোধি বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আমেরিকার ক্যালিফোর্নিয়া বোধি বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ মে ) সকালে ২৫৬৭ বুদ্ধাব্দ ও জ্ঞাতী সম্মেলনে সভাপতিত্ব করেন শরৎচন্দ্র মেডিটেশন সেন্টার, নর্থ হলিউড থেকে আগত পন্ডিত ভদন্ত কোলিত মহাথের।

উপস্থিত ছিলেন ভদন্ত শ্রীনিবাস মহাথের ,ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. লোকানন্দ মহাথের ,  প্রজ্ঞা বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ,  ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়, লাসভেগাস মেডিটেশন সেন্টার থেকে আগত মেডিটেশন মাষ্টার ভদন্ত নাওলা লহ্মণা মহাথের , ফাউন্ডার প্রেসিডেন্ট বুড্ডিস্ট কাউন্সিল অফ আমেরিকা মিশিগান স্টেট থেকে আগত ভদন্ত ধর্মানন্দ মহাথের মহাপ্রভু, ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড: করুণানন্দ মহাথের, ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারের আবাসিক ভদন্ত বিনয়ানন্দ থের, বাংলাদেশ থেকে আগ ভদন্ত ধর্মবংশ মহাথের , ভারতের ইছাপুর  থেকে আগত সুদেশক ভদন্ত ধর্মরত্ন মহাথের,পাম্পডেল থেকে আগত নীরবসাধক ভদন্ত রতনজ্যোতি থের , ক্যালিফোর্নিয়া বোধি বিহারের আবাসিক ভদন্ত রতনশ্রী থেরোসহ বাংলাদেশ, শ্রীলঙ্কান, কম্বোডিয়ান, বার্মা, আমেরিকান বিভিন্ন কমিউনিটি থেকে আগত প্রায় বিশের অধিক মহান প্রাজ্ঞ অনুত্তর ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানটি চারটি পর্বে সুচারুভাবে সাজানো হয়।সকাল ১০টায় বৌদ্ধদের প্রাচীন কৃষ্টি-সংস্কৃতির ধারাবাহিক অংশ হিসেবে মাননীয় ভিক্ষুসংঘের অনন্য সুন্দর, শান্ত , সৌম্য , দীপ্তপদে দৃষ্টিনন্দন পদাচরণে ও গৃহীসংঘের শৃঙ্খলিত উৎসবমুখরতার ঐতিহ্যময় পিণ্ডাচরণের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের নান্দনিক সূচনা হয় ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ড. করুনানন্দ মহাথেরোর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে ২য় পর্বে শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য বিষয়ক আলোচনার সূচনা করেন।

পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক জয়দত্ত বড়ুয়া । অষ্টশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত রড়ুয়া।

অন্যান্যদের মধ্যে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,  ভদন্ত লোকানন্দ মহাথের, মেডিটেশন মাষ্টার ভদন্ত নাওলা লহ্মণা মহাথের দেশনা করেন।

ভার্জিনিয়া থেকে আগত  সংগীত শিল্পী অসীম বড়ুয়া ,শিল্পী সোনিয়া খুকুর একক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর , শিশুশিল্পী কুমী বড়ুয়া ও সাকুরার  সংগীত  উপস্থিত শ্রোতাদের মাতিয়ে রাখেন।অনুষ্ঠানে বিশ্ব মা দিবস উপলক্ষে উপস্থিত সকল মায়েদের অভিনন্দন ও ভালোবাসা জানানো হয় কেক কেটে ও ফুল দিয়ে। ধন্যবাদ জ্ঞাপন করেন জয় বড়ুয়া দেবু ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

ক্যালিফোর্নিয়া বোধি বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আপডেট সময় ১০:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

আমেরিকার ক্যালিফোর্নিয়া বোধি বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ মে ) সকালে ২৫৬৭ বুদ্ধাব্দ ও জ্ঞাতী সম্মেলনে সভাপতিত্ব করেন শরৎচন্দ্র মেডিটেশন সেন্টার, নর্থ হলিউড থেকে আগত পন্ডিত ভদন্ত কোলিত মহাথের।

উপস্থিত ছিলেন ভদন্ত শ্রীনিবাস মহাথের ,ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. লোকানন্দ মহাথের ,  প্রজ্ঞা বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ,  ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়, লাসভেগাস মেডিটেশন সেন্টার থেকে আগত মেডিটেশন মাষ্টার ভদন্ত নাওলা লহ্মণা মহাথের , ফাউন্ডার প্রেসিডেন্ট বুড্ডিস্ট কাউন্সিল অফ আমেরিকা মিশিগান স্টেট থেকে আগত ভদন্ত ধর্মানন্দ মহাথের মহাপ্রভু, ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড: করুণানন্দ মহাথের, ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারের আবাসিক ভদন্ত বিনয়ানন্দ থের, বাংলাদেশ থেকে আগ ভদন্ত ধর্মবংশ মহাথের , ভারতের ইছাপুর  থেকে আগত সুদেশক ভদন্ত ধর্মরত্ন মহাথের,পাম্পডেল থেকে আগত নীরবসাধক ভদন্ত রতনজ্যোতি থের , ক্যালিফোর্নিয়া বোধি বিহারের আবাসিক ভদন্ত রতনশ্রী থেরোসহ বাংলাদেশ, শ্রীলঙ্কান, কম্বোডিয়ান, বার্মা, আমেরিকান বিভিন্ন কমিউনিটি থেকে আগত প্রায় বিশের অধিক মহান প্রাজ্ঞ অনুত্তর ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানটি চারটি পর্বে সুচারুভাবে সাজানো হয়।সকাল ১০টায় বৌদ্ধদের প্রাচীন কৃষ্টি-সংস্কৃতির ধারাবাহিক অংশ হিসেবে মাননীয় ভিক্ষুসংঘের অনন্য সুন্দর, শান্ত , সৌম্য , দীপ্তপদে দৃষ্টিনন্দন পদাচরণে ও গৃহীসংঘের শৃঙ্খলিত উৎসবমুখরতার ঐতিহ্যময় পিণ্ডাচরণের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের নান্দনিক সূচনা হয় ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ড. করুনানন্দ মহাথেরোর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে ২য় পর্বে শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য বিষয়ক আলোচনার সূচনা করেন।

পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক জয়দত্ত বড়ুয়া । অষ্টশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত রড়ুয়া।

অন্যান্যদের মধ্যে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,  ভদন্ত লোকানন্দ মহাথের, মেডিটেশন মাষ্টার ভদন্ত নাওলা লহ্মণা মহাথের দেশনা করেন।

ভার্জিনিয়া থেকে আগত  সংগীত শিল্পী অসীম বড়ুয়া ,শিল্পী সোনিয়া খুকুর একক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর , শিশুশিল্পী কুমী বড়ুয়া ও সাকুরার  সংগীত  উপস্থিত শ্রোতাদের মাতিয়ে রাখেন।অনুষ্ঠানে বিশ্ব মা দিবস উপলক্ষে উপস্থিত সকল মায়েদের অভিনন্দন ও ভালোবাসা জানানো হয় কেক কেটে ও ফুল দিয়ে। ধন্যবাদ জ্ঞাপন করেন জয় বড়ুয়া দেবু ।