আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বীচ সম্বোধি বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ই মে) যথাযোগ্য ভাবগাম্ভীর্যে প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও জ্ঞাতিদের প্রাণময় উপস্থিতিতে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়।।
অনুষ্ঠানটি তিন পর্বে সাজানো হয়। ১ম পর্বে সকাল বেলা ভিক্ষুসংঘের আসন গ্রহণ, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান ও জল উৎসর্গ করার মধ্য দিয়ে বিশ্বের সকল প্রাণীর সুখ প্রার্থনা করা হয়।
২য় পর্বে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া সম্বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. লোকানন্দ মহাথের ,প্রধান অতিথি হিসাবে ছিলেন ক্যালিফোর্নিয়া প্রজ্ঞা বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ।
সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড্ডিস্ট কাউন্সিল অফ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাথের। অন্যান্যদের মধ্যে ক্যালিফোর্নিয়া বোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত ড: করুণানন্দ মহাথের , আবাসিক ভিক্ষু ভদন্ত রতনশ্রী থের ও বাংলাদেশ থেকে আগত ভদন্ত ধর্মবংশ মহাথের প্রমূখ উপস্থিত ছিলেন।
ভদন্ত বিনয়ানন্দ থেরর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী বাবু কিরণ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন অশীতি বড়ুয়া ।
৩য় পর্বে শিল্পী কাকন তালুকদার এর পরিচালনা, গ্রন্থণা ও সম্পাদনায় এবং নিশা তালুকদারের সঞ্চালনায় তিন প্রজন্মের অংশগ্রহণে জগৎপূজ্য মহামানব বুদ্ধের অপ্রেমেয় বাণীসহ সুফলা, সুজলা, শষ্য শ্যামলা বাংলাকে সুরের মূর্ছনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের অনন্য এক সন্ধ্যা উপহার দিয়েছেন। মনে হলো অল্প সময়ের জন্য কথা ও সুরের আবহে আমরা একখণ্ড বাংলাদেশে অবস্থান করছি। বড়দের কোরাস, তরুনদের অসাধারণ নৃত্য আর নতুন প্রজন্মের মনমাতানো একক গান ও সমবেত নৃত্য দারুন উপভোগ্য ছিল। নতুন প্রজন্মদের বাংলা ভাষায় সংগীত চর্চা দেশ মাতৃকারের প্রতি গভীর প্রেম ও ভালোবাসা প্রকাশ পায়। তাতে আমরা আশান্বিত একদিন তারাই এই দূর প্রবাসে বাংলাকে অন্তর্জগতে ধারন করে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।