কুয়েতে শুভ মধু পূর্ণিমা পালিত হয়েছে।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর স্থানীয় সকাল ১০ টায় কুয়েত বৌদ্ধ সমিতি উদ্যােগে এ দিনটি পালিত হয়।
শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সকাল ১০ ঘটিকায় বুদ্ধ পূজা, সীবলী পূজা এবং সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা অশোক বড়ুয়া’র পরিচালনায় সমবেত প্রার্থনা ও পূজা উৎসর্গের মধ্য দিয়ে- মিঠুন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে -উওম বড়ুয়া,ও সুমন রাজ বড়ুয়া।
দুপুর ১২ ঘটিকায় উপদেষ্টা বটন বড়ুয়া’র সভাপতিত্বে মহান শুভ মধু পূর্ণিমা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ করেন -লিটন বড়ুয়া, চন্দন বড়ুয়া, নয়ন বড়ুয়া, উত্তম বড়ুয়া(২), মিলন বড়ুয়া। অন্যদের মাঝে উপস্হিত ছিলেন – নন্দন বড়ুয়া, রয়েল বড়ুয়া,শ্যামল দও,অনর্জন বাবু প্রমুখ।
বক্তারা বলেন – বুদ্ধের অহিংসা পরম ধর্ম আদর্শে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলুক, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারন করে মানব কল্যাণে নিবেদিত হয়ে সমিতির কার্যক্রম কে আরো বেগবান করার আশাবাদ প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে মধ্যহৃ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।