কুয়েতে পালিত হলো শুভ প্রবারণা পূর্ণিমা।
শুক্রবার ৩ নভেম্বর সকাল ১০ টায় কুয়েতের হাসাবিয়াস্থ স্থানীয় এক বাসায় বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এ উপলক্ষে বুদ্ধ পূজা ও সীবলী পূজা সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সম্পন্ন হয়েছে। এতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন দুলাল কান্তি বড়ুয়া।
বটন বড়ুয়া বড়ুয়া,র সভাপতিত্বে দুপুর ১২ ঘটিকায় প্রবারণা শীর্ষক এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্টিত হয়। মিটন বড়ুয়া,র সঞ্চালনায় উদ্ধোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে – উত্তম বড়ুয়া ও আশোক কুমার বড়ুয়া। আলোচনা সভায় অংশ গ্রহন করেন – বাবুল বড়ুয়া (২), লিটন বড়ুয়া, চন্দন বড়ুয়া, উত্তম বড়ুয়া (২), মিলন বড়ুয়া, দোলন বড়ুয়া অতিথি শ্যামল দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন- নরেশ বড়ুয়া,বাবুল বড়ুয়া(১)মঞ্জন বড়ুয়া নন্দন বড়ুয়া, রিটন বড়ুয়া,রয়েল বড়ুয়া,বিদায়ন বড়ুয়া নয়ন বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রীতির সমুজ্জ্বলে “অহিংসা পরম ধর্ম”মন্ত্রে বাংলাদেশের শ্রীবৃদ্ধি কামনা করে সমিতির কার্যক্রম কে আরও গতিশীল করার মানসে সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে এক প্রীতি মধ্যহ্ন ভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টানের পরিসমাপ্ত হয়।