কুয়েতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত সালোয়ারে স্থানীয় এক বাসায় এ দিবসটি পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল বুদ্ধ পূজা, সীবলী পূজা ও আটাশ বুদ্ধের পূজা উৎর্সগসহ নানা আয়োজন।
অশোক বড়ুয়ার সভাপতিত্বে ও মিঠুন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বটন বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল বড়ুয়া(১) ,নরেশ বড়ুয়া,সংঘতরু বড়ুয়া,উওম বড়ুয়া(১)কমল বড়ুয়া,বিদায়ন বড়ুয়া,প্রমুখ।
পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দুলাল কান্তি বড়ুয়া ।
সভায় বক্তরা সাম্প্রদায়িকতা সম্প্রীতির সমুজ্জ্বলে “অহিংসা পরম ধর্ম” মন্ত্রে সমিতির কার্যক্রম আরো ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে মধ্যান্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।