রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সাথে ফুটবল খেলে স্নান করতে গিয়ে তন্ময় বড়ুয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথর ঘাটা এলাকার বাসিন্দা নেপাল বড়ুয়ার সন্তান।
জানা যায়, শুক্রবার বিকেলে তন্ময় ও তাঁর বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়। বিকেলে তারা বালুরচর নামে হৃদের মাঝখানের একটি দ্বীপে ফুটবল খেলে স্নান করতে নামে। এক পর্যায়ে তন্ময় হ্রদের পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।