০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার মন্ট্রিলে শুভ মধু পূর্ণিমা উদযাপন

কানাডার মন্ট্রিলে শুভ মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে

রবিবার ১ অক্টোবর  মন্ট্রিলের অদূরে Cote-des-Neiges অন্তর্গত Parc Martin-Luther-King (কেন্ট পার্ক) -এর ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের আয়োজনে মহান ত্যাগ-গুণময় পবিত্র মধু পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধবর্ষ উদযাপিত হয়।

উক্ত পুণ্যোৎসবে বাংলাদেশী বৌদ্ধদের সাথে বিভিন্ন দেশের পুণ্যার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল হতে শুরু হওয়া উক্ত পুণ্যোৎসব উদ্যানের একাংশ জুড়ে মৈত্রী পদক্ষিণ, পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ, শীল গ্রহণ, বুদ্ধপূজা, মধুদান, মৈত্রী ভাবনানুশীল, উপোসথিক সংঘদান, অষ্টপরিষ্কার দান, বর্ষা চীবর পূজা পূজনীয় ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মদান-আশীর্বাদ, পুণ্যোৎসর্গ, জ্ঞাতী ভোজন ইত্যাদি নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

প্রবাসে অবস্থান ও নানা প্রতিকূলতা সত্ত্বেও উক্ত সফল আয়োজনে অংশগ্রহণ পূর্বক পুণ্যার্থী উপাসক-উপাসিকাদের আনন্দ স্ফুরণ ছিল দৃষ্টিনন্দন। পূজনীয় ভিক্ষুসংঘ মধু পূর্ণিমার মধুময়, একতার পুণ্যবার্তায় সকলের প্রতি মৈত্রী-করুণা চিত্তে আশীর্বাদ-পুণ্যদান করেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন নানা অবক্ষয়, রোগ-ব্যাধির প্রকোপ ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হোক এ শুভ প্রত্যয়ে বিশ্বশান্তি প্রার্থনা করা হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

কানাডার মন্ট্রিলে শুভ মধু পূর্ণিমা উদযাপন

আপডেট সময় ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

কানাডার মন্ট্রিলে শুভ মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে

রবিবার ১ অক্টোবর  মন্ট্রিলের অদূরে Cote-des-Neiges অন্তর্গত Parc Martin-Luther-King (কেন্ট পার্ক) -এর ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের আয়োজনে মহান ত্যাগ-গুণময় পবিত্র মধু পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধবর্ষ উদযাপিত হয়।

উক্ত পুণ্যোৎসবে বাংলাদেশী বৌদ্ধদের সাথে বিভিন্ন দেশের পুণ্যার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল হতে শুরু হওয়া উক্ত পুণ্যোৎসব উদ্যানের একাংশ জুড়ে মৈত্রী পদক্ষিণ, পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ, শীল গ্রহণ, বুদ্ধপূজা, মধুদান, মৈত্রী ভাবনানুশীল, উপোসথিক সংঘদান, অষ্টপরিষ্কার দান, বর্ষা চীবর পূজা পূজনীয় ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মদান-আশীর্বাদ, পুণ্যোৎসর্গ, জ্ঞাতী ভোজন ইত্যাদি নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

প্রবাসে অবস্থান ও নানা প্রতিকূলতা সত্ত্বেও উক্ত সফল আয়োজনে অংশগ্রহণ পূর্বক পুণ্যার্থী উপাসক-উপাসিকাদের আনন্দ স্ফুরণ ছিল দৃষ্টিনন্দন। পূজনীয় ভিক্ষুসংঘ মধু পূর্ণিমার মধুময়, একতার পুণ্যবার্তায় সকলের প্রতি মৈত্রী-করুণা চিত্তে আশীর্বাদ-পুণ্যদান করেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন নানা অবক্ষয়, রোগ-ব্যাধির প্রকোপ ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হোক এ শুভ প্রত্যয়ে বিশ্বশান্তি প্রার্থনা করা হয়।