দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে ।
ষষ্ঠ বর্ষপূর্তিকে সামনে রেখে অনুষ্ঠানে বৈকালিক সংঘদান, ত্রি-বার্ষিক সম্মেলন, আলোচনা সভা এবং ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও কলেজ পর্যায়ে বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। বিশেষ আলোচক ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের’র সঞ্চালনায় সদ্ধর্মদেশক ছিলেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন ডা. উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিআইডির ক্রাইমসিন ইউনিটের ওসি মিতশ্রী বড়ুয়া, রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া, রামু জ্যোতিঃসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখার সভাপতি পলক বড়ুয়া আপ্পু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া
এদিকে ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি সকালে অনুষ্ঠিত হয় সংঘটনের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ভদন্ত প্রজ্ঞানন্দ থেরকে সভাপতি এবং শুভংকর বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।