কক্সবাজার সদর উপজেলায় বজ্রপাতে সুনীল বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঝিলংজার খরুলিয়া বড়ুয়া পাড়া গ্রামের বটগাছ তলা তিন রাস্তার মাথায় নদীতে কাঁকড়া ধরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সুনীল ওই এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।
জানা যায়, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তারা বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছালে বজ্রপাতে সুনীল নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা সুনীলের মরদেহ উদ্ধার করে বাড়িতে যায়।