০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার সদরে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:২০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮ টায় উদযাপন পরিষদ গঠনকল্পে কক্সবাজার সদরের  কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে এ সভা সম্পন্ন হয়।

সর্বসম্মতিক্রমে তিনটি বিহার থেকে তিনজনকে উপদেষ্টা নির্বাচন করা হয়েছে। এরা হলেন-ধর্মাংকুর বৌদ্ধ বিহারের শুভ ধন বড়ুয়া, আর্য্য বৌদ্ধ বিহারের সুকুমার বড়ুয়া ও বুদ্ধ জ্যোতি বিহারের সুখেন্দু বড়ুয়া। এছাড়াও অরুণ বড়ুয়াকে সভাপতি ও পনেশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটি সুত্রে জানা গেছে, বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ, মহাপরিনির্বান লাভ ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহা সাড়ম্বরে উদযাপন করার মানসে এই কমিটি গঠন করা হয়েছে। এতেই কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

এছাড়া, আগামী ৪ মে (বৃহষ্পতিবার) কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়াপাড়া এলাকাধীন কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে (ঝিলংজা) এই শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হবে।

এদিকে, ওইদিন ভোর ৫-৬ টায় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা, সকাল ৭ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় অষ্ট উপকরণ সহ মহা সংঘদান এবং দুপুর ২ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী র্যালী। সর্বশেষে বিকাল ৪ টায় ধর্ম সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

চট্টগ্রাম সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

You cannot copy content of this page

কক্সবাজার সদরে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

আপডেট সময় ১১:২০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

কক্সবাজার সদরে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮ টায় উদযাপন পরিষদ গঠনকল্পে কক্সবাজার সদরের  কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে এ সভা সম্পন্ন হয়।

সর্বসম্মতিক্রমে তিনটি বিহার থেকে তিনজনকে উপদেষ্টা নির্বাচন করা হয়েছে। এরা হলেন-ধর্মাংকুর বৌদ্ধ বিহারের শুভ ধন বড়ুয়া, আর্য্য বৌদ্ধ বিহারের সুকুমার বড়ুয়া ও বুদ্ধ জ্যোতি বিহারের সুখেন্দু বড়ুয়া। এছাড়াও অরুণ বড়ুয়াকে সভাপতি ও পনেশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটি সুত্রে জানা গেছে, বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ, মহাপরিনির্বান লাভ ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহা সাড়ম্বরে উদযাপন করার মানসে এই কমিটি গঠন করা হয়েছে। এতেই কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

এছাড়া, আগামী ৪ মে (বৃহষ্পতিবার) কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়াপাড়া এলাকাধীন কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে (ঝিলংজা) এই শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হবে।

এদিকে, ওইদিন ভোর ৫-৬ টায় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা, সকাল ৭ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় অষ্ট উপকরণ সহ মহা সংঘদান এবং দুপুর ২ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী র্যালী। সর্বশেষে বিকাল ৪ টায় ধর্ম সভা অনুষ্ঠিত হবে।