ঔপন্যাসিক দোলনা বড়ুয়া’র নতুন বই ‘অভয়চারিনী ২য় খন্ড’ উপন্যাসের প্রকাশনা উৎসব আগামী ১ ফেব্রুয়ারী বৃবৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম কদম মোবারক বাই লেইনস্থ চট্টগ্রাম একাডেমির হলরুমে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির আয়োজনে প্রকাশনা উৎসব অধ্যক্ষ প্রণতি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, শিশু সাহিত্যিক রাশেদ রউফ , আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন দি বুড্ডিস্ট কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু । আলোচনা করবেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, অধ্যক্ষ রীতা দত্ত, কথা সাহিত্যিক দীপক বড়ুয়া। উদ্বোধক থাকবেন অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ।