১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এসো হে জ্যোতির্ময়

হিংসার দাবানলে পুড়ছে ধরা
ভালোবাসা – মমতার চলছে খরা,
ক্ষমতার দ্বন্দ্বে, লোভ রন্ধ্রে রন্ধ্রে
ঢুকে গেছে বলেইতো জ্বলছে ওরা
যুদ্ধে হচ্ছে কেউ সর্বহারা।
বিশ্বাস -মানবতা গেছে পরবাসে
অপরাধী তাইতো হাসে উল্লাসে!
আইনের চোখে হায় পরানো ঠুলি
মিথ্যা সাক্ষী দেয় শিখানো বুলি,
অসহায় কাঁদে হায়; হয়ে দিশাহারা
হিংসার দাবানলে পুড়ছে ধরা।
তোমার শোনানো সেই অমিয় বাণী
পারে শুধু থামাতে এই হানাহানি,
পারে দিতে ক্রোধানলে শান্তির জল
দূর করে মোহ- তৃষ্ণা, লোভ, দ্বেষ, ছল
এসো নিয়ে আঁধারেতে আলোর ফোয়ারা,
তোমার জ্ঞানের প্রভায় আলোকিত হোক ধরা।
এসো হে জ্যোতির্ময়, এসো মহামতি
আজি এ পুন্যলগনে জানাই প্রণতি।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

এসো হে জ্যোতির্ময়

আপডেট সময় ১১:৩১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
হিংসার দাবানলে পুড়ছে ধরা
ভালোবাসা – মমতার চলছে খরা,
ক্ষমতার দ্বন্দ্বে, লোভ রন্ধ্রে রন্ধ্রে
ঢুকে গেছে বলেইতো জ্বলছে ওরা
যুদ্ধে হচ্ছে কেউ সর্বহারা।
বিশ্বাস -মানবতা গেছে পরবাসে
অপরাধী তাইতো হাসে উল্লাসে!
আইনের চোখে হায় পরানো ঠুলি
মিথ্যা সাক্ষী দেয় শিখানো বুলি,
অসহায় কাঁদে হায়; হয়ে দিশাহারা
হিংসার দাবানলে পুড়ছে ধরা।
তোমার শোনানো সেই অমিয় বাণী
পারে শুধু থামাতে এই হানাহানি,
পারে দিতে ক্রোধানলে শান্তির জল
দূর করে মোহ- তৃষ্ণা, লোভ, দ্বেষ, ছল
এসো নিয়ে আঁধারেতে আলোর ফোয়ারা,
তোমার জ্ঞানের প্রভায় আলোকিত হোক ধরা।
এসো হে জ্যোতির্ময়, এসো মহামতি
আজি এ পুন্যলগনে জানাই প্রণতি।