বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, রাউজান কেন্দ্রীয় বিমলানন্দ বিহারের অধ্যক্ষ, স্মৃতিধর ড.শীলানন্দ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাউজান কেন্দ্রীয় বিমলানন্দ বিহার পরিণত হয় জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বসাধারণের মিলনমেলায়।
সকালে মহাসংঘদান ও অষ্ট পরিষ্কার দানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি উপসংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের, মুখ্য আলোচক ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত জ্যোতিম্ময় মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের। সদ্ধর্ম দেশক ছিলেন রাষ্ট্রপাল থের, বিজয়ানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সাধনানন্দ মহাথের, ভদন্ত উত্তমানন্দ মহাথের। উদ্বোধন করেন রাউজান কেন্দ্রীয় বিমলানন্দ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত রাহুলারত্ন থের।
বিপ্লব বড়ুয়া ,সবুজ বড়ুয়ার সঞ্চালনায় মংগলাচরণ করেন শ্রীমান সুরিয়াবংশ শ্রামন, পঞ্চশীল প্রার্থনা করেন প্রধান শিক্ষক দীপন কান্তি বড়ুয়া।
বিকেলে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন কলকাতা বেহালা সত্যানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন ভদন্ত জিনানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. জিনবোধি মহাথের, মুখ্য আলোচক ছিলেন ভদন্ত শাসনানন্দ মহাথের, বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়রত্ন মহাথের। সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত ধর্মকীর্তি মহাথের, ভদন্ত তিলোকাবংশ মহাথের, ভদন্ত বোধিমিত্র মহাথের, ভদন্ত বুদ্ধপাল মহাথের, ভদন্ত এস লোকজিত মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত বোধিপাল মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
শিক্ষক সুমন বড়ুয়া ও মিন্টু কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রবেশ বড়ুয়া । বক্তব্য রাখেন লায়ন রুপম বড়ুয়া , সাধন বড়ুয়া, ডা. সুমেধু বড়ুয়া, রনধীর বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ভোর ০৪.১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৭ জানুয়ারি রাত ৮ ঘটিকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মহানগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।