হাজারো মানুষের অংশগ্রহনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ,স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের’র দুদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বিহারে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৯ মার্চ সকালে অষ্টপরিস্কার সহ সংঘদানে সভাপতিত্ব করেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের।প্রধান অতিথি ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা মহামান্য সংঘরাজ ভদন্ত রতনজ্যোতি মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন কর্মদূত জিনালংকার মহাথের, মূখ্য আলোচক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাথের। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু প্রমুখ ।
বিকেলে অনিত্য ও স্মৃতিচারণ সভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপংকর হলের প্রভোষ্ট অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত শীলভদ্র মহাথের, ভদন্ত ধর্মমিত্র মহাথের, ভদন্ত ধর্মসেন মহাথের, সদ্ধর্মধারি বিনয়পাল মহাথের, প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত সুমঙ্গল মহাথের প্রমুখ।
অন্যান্যদের মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি মৈত্রীপ্রিয় মহাথেরো, কার্যকরী সভাপতি বিপুলসেন মহাথেরো,প্রধান সমন্বয়কারী প্রবেশ বড়ুয়া প্রবেশ ও সাধারণ সম্পাদক মিন্টু কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।