ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে শুভ বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়েছে।
সোমবার (৪ জুন) গলওয়ের স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন, আয়ারল্যান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
বার্মিংহামের বার্মিজ টেম্পলের ড. নাগাসেন ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ প্রদান করেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু । পঞ্চশীল প্রার্থনা করেন রতন চৌধুরী।
বিকেলে স্বদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামের বার্মিজ টেম্পলের ড. নাগসেন থের , প্রধান ধর্ম দেশক ছিলেন ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, বিশেষ ধর্মদেশক ছিলেন ফ্রান্স মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাথের।
ড. ডেভিড বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিলীপ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন রিপন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে রতন চৌধুরী , অরবিন্ধ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সকাল থেকেই আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি বৌদ্ধরা গলওয়ে শহরে সমবেত হন।
বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়