০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“আলোকিত জীবনের অভিমুখে” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

  • সুব্রত বড়ুয়া
  • আপডেট সময় ০৬:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৫৮২ বার পড়া হয়েছে

মানবতাবাদী  আরবান বৌদ্ধ ভিক্ষু  মাইন্ডফুল এন্ড কাইন্ড নেশানের প্রতিষ্ঠাতা ড. শরণাপাল মহাথের রচিত লেখিকা  ঝর্না বড়ুয়া সংকলিত “আলোকিত জীবনের অভিমুখে” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  হয়েছে।

আজ শনিবার  (১১ ফেব্রুয়ারি)  বেলা ৩ টায়  চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপসংঘরাজ শাসন স্তম্ব ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. জিনবোধি মহাথের।  আলোচনায় অংশ নেন, ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয় রত্ন মহাথের, ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয় , ভদন্ত শাসনরক্ষিত মহাথের,ভদন্ত মুদিতা রত্ন থের, ভদন্ত আনন্দ ভিক্ষু,  অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া , অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া , লায়ন আদর্শ কুমার বড়ুয়া , অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া , অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ।

অনুভূতি প্রকাশ করেন ড. শরণাপাল মহাথের।

বিপ্লব বড়ুয়া ও সৈকত বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক এস, লোকজিৎ মহাথের, মঙ্গলাচরণ করেন ভদন্ত শাসনজ্যোতি ভিক্ষু,  স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন  উৎসব উদযাপন পরিষদের সচিব যীশু বড়ুয়া ।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

“আলোকিত জীবনের অভিমুখে” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

আপডেট সময় ০৬:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

মানবতাবাদী  আরবান বৌদ্ধ ভিক্ষু  মাইন্ডফুল এন্ড কাইন্ড নেশানের প্রতিষ্ঠাতা ড. শরণাপাল মহাথের রচিত লেখিকা  ঝর্না বড়ুয়া সংকলিত “আলোকিত জীবনের অভিমুখে” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  হয়েছে।

আজ শনিবার  (১১ ফেব্রুয়ারি)  বেলা ৩ টায়  চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপসংঘরাজ শাসন স্তম্ব ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. জিনবোধি মহাথের।  আলোচনায় অংশ নেন, ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয় রত্ন মহাথের, ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয় , ভদন্ত শাসনরক্ষিত মহাথের,ভদন্ত মুদিতা রত্ন থের, ভদন্ত আনন্দ ভিক্ষু,  অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া , অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া , লায়ন আদর্শ কুমার বড়ুয়া , অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া , অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ।

অনুভূতি প্রকাশ করেন ড. শরণাপাল মহাথের।

বিপ্লব বড়ুয়া ও সৈকত বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক এস, লোকজিৎ মহাথের, মঙ্গলাচরণ করেন ভদন্ত শাসনজ্যোতি ভিক্ষু,  স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন  উৎসব উদযাপন পরিষদের সচিব যীশু বড়ুয়া ।