০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকা থেকে মহুয়া বড়ুয়া বর্ষার ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ

  • সুবল বড়ুয়া
  • আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৯৭৯ বার পড়া হয়েছে

মহুয়া বড়ুয়া বর্ষা আমেরিকার শিকাগোর LOYOLA UNIVERSITY থেকে  আনুষ্ঠানিকভাবে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেছেন।

বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা-মিনজিরিতলা গ্রামের আলোকিত ব্যক্তিত্ব, বর্তমানে আমেরিকায় স্থায়ী বাসিন্দা তুষিত রঞ্জন বড়ুয়া ও জয়া বড়ুয়ার কনিষ্ট কন্যা মহুয়া বড়ুয়া বর্ষা। স্কুল জীবনে আমেরিকার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্ত মেধাবী মহুয়া বড়ুয়া বর্ষা এবার আমেরিকার শিকাগোর LOYOLA UNIVERSITY থেকে ডক্টর অব মেডিসিন মহুয়া বড়ুয়া বর্ষার বাবা তুষিত রঞ্জন বড়ুয়া ও মা জয়া বড়ুয়া অত্যন্ত সংস্কৃতমনা ও ধার্মিক পরিবার। তাঁদের গর্বিত তিন কন্যা-সংগীতা, তৃষা ও মহুয়া বড়ুয়া বর্ষা। বাবা তুষিত রঞ্জন বড়ুয়া দেশে অগ্রসার মহিলা ডিগ্রী কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। বর্তমানে আমেরিকা সরকারের অধিনে অবসরে আছেন এবং তাঁর সহধর্মিনী জয়া বড়ুয়া প্রেসবেটারিয়ান হসপিটালে নিউট্রিশন বিভাগে কর্মরত আছেন।

তাদের কনিষ্ঠ কন্যা মহুয়া বড়ুয়া বর্ষা বর্তমানে আমেরিকায় বাংলাদেশী অভিবাসীদের অহংকার ও গর্ব। মহুয়ার জন্ম চট্টগ্রাম শহরে। ২০০৪ সালে মহুয়া বড়ুয়া বর্ষা তার বাবার মাধ্যমে অভিবাসী হয়ে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমায় এবং ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভাষায় নিজেকে স্বকীয় সংস্কৃতি চর্চার এবং আমেরিকান শিক্ষা ক্যারিকুলামে Alexandria Elementary School এ ৩য় শ্রেণীতে ভর্তি হয়।

আমেরিকান ছেলে- মেয়েদের সাথে প্রতিযোগিতা করে ২০০৬ সালে ৫ম শ্রেণী শেষ করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে। আমেরিকায় শিক্ষা ক্ষেত্রে President Award অত্যন্ত সম্মান ও গৌরবের। বিশেষ কিছুদক্ষতা ও গুণের চুল চেরা বিশ্লেষণ করে এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এরপর বর্ষা ২০০৬-২০০৮ শিক্ষাবর্ষে Paul Revere Middle School এ ভর্তি হয় এবং সফলতার সাথে ৮ম শ্রেণী শেষ করে Bravo Magnet High Medical ‘School এ ৯ম শ্রেণীতে ভর্তি হয়। সেখানে মহুয়া বড়য়ার মেধা এবং লিডারশিপ সকলের নজর কাড়ে। এমনকি সেখানে ১২শ ছাত্র-ছাত্রীদের মধ্যে All student Body President নির্বাচিত হয়। শুধু তাই নয়, মহুয়া বড়ুয়া বর্ষার শিক্ষা ক্ষেত্রে দক্ষতা এবং লিডারশিপে র জন্যেতখন তাকে District Award প্রদান করা হয়। অসাধারণ কৃতিত্বের সহিত উচ্চ মাধ্যমিক শেষ করে বর্ষা ২০১৩ সালে University of California Los Angeles (UCLA ) ভর্তি হয়।

বিশেষ করে তিনটি মূল বিষয় Molecular Cell, and Developmental Biology, বায়োমেডিকেল রিসার্চ গ্লোবাল Health এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করে। আমেরিকায় UCLA বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বে প্রথম সারির বিদ্যাপিঠের মধ্যে অন্যতম।

বিশ্বে র্যাং কি ক্যাটাগরির প্রথম বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয় সবসময় স্থান দখল করে থাকে। পাশাপাশি বর্ষা ব্যাচেলর ডিগ্রি অর্জন শেষে UCLA Stein Eye Institute e clinical research coordinator হিসেবে চার বছর কাজ করে।

মহুয়ার একটি মহৎ লক্ষ্য ছিল-সে আমেরিকায় নিজের শ্রম আর মেধা দিয়ে একজন চিকিৎসক হবে। সেই লক্ষ্য পূরণে ২০১৯ সালে আমেরিকা মহাদেশের LOYOLA UNIVERSITY, Chicago, Medical Department এ সতের ( ১৭) হাজার আবেদনকারীদের মধ্যে থেকে মেধা আর যোগ্যতার ভিত্তিতে ১৭০ জন যোগ্য আবেদন কাদরীকে ডাক্তারী কোর্সের জন্যে বাচাইকরা হয়, উক্ত যোগ্য ও সৌভাগ্যবান আবেদন কারীদের মধ্যে বর্ষা একজন।

আজকে মহুয়া বড়ুয়া বর্ষার স্বপ্নপূরণ হয়েছে। গত ১৩ মে Loyola Stritch School of Medicine থেকে আনুষ্ঠানিকভাবে Doctor of Medicine ডিগ্রি অর্জন করেছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

আমেরিকা থেকে মহুয়া বড়ুয়া বর্ষার ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ

আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

মহুয়া বড়ুয়া বর্ষা আমেরিকার শিকাগোর LOYOLA UNIVERSITY থেকে  আনুষ্ঠানিকভাবে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেছেন।

বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা-মিনজিরিতলা গ্রামের আলোকিত ব্যক্তিত্ব, বর্তমানে আমেরিকায় স্থায়ী বাসিন্দা তুষিত রঞ্জন বড়ুয়া ও জয়া বড়ুয়ার কনিষ্ট কন্যা মহুয়া বড়ুয়া বর্ষা। স্কুল জীবনে আমেরিকার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্ত মেধাবী মহুয়া বড়ুয়া বর্ষা এবার আমেরিকার শিকাগোর LOYOLA UNIVERSITY থেকে ডক্টর অব মেডিসিন মহুয়া বড়ুয়া বর্ষার বাবা তুষিত রঞ্জন বড়ুয়া ও মা জয়া বড়ুয়া অত্যন্ত সংস্কৃতমনা ও ধার্মিক পরিবার। তাঁদের গর্বিত তিন কন্যা-সংগীতা, তৃষা ও মহুয়া বড়ুয়া বর্ষা। বাবা তুষিত রঞ্জন বড়ুয়া দেশে অগ্রসার মহিলা ডিগ্রী কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। বর্তমানে আমেরিকা সরকারের অধিনে অবসরে আছেন এবং তাঁর সহধর্মিনী জয়া বড়ুয়া প্রেসবেটারিয়ান হসপিটালে নিউট্রিশন বিভাগে কর্মরত আছেন।

তাদের কনিষ্ঠ কন্যা মহুয়া বড়ুয়া বর্ষা বর্তমানে আমেরিকায় বাংলাদেশী অভিবাসীদের অহংকার ও গর্ব। মহুয়ার জন্ম চট্টগ্রাম শহরে। ২০০৪ সালে মহুয়া বড়ুয়া বর্ষা তার বাবার মাধ্যমে অভিবাসী হয়ে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমায় এবং ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভাষায় নিজেকে স্বকীয় সংস্কৃতি চর্চার এবং আমেরিকান শিক্ষা ক্যারিকুলামে Alexandria Elementary School এ ৩য় শ্রেণীতে ভর্তি হয়।

আমেরিকান ছেলে- মেয়েদের সাথে প্রতিযোগিতা করে ২০০৬ সালে ৫ম শ্রেণী শেষ করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে। আমেরিকায় শিক্ষা ক্ষেত্রে President Award অত্যন্ত সম্মান ও গৌরবের। বিশেষ কিছুদক্ষতা ও গুণের চুল চেরা বিশ্লেষণ করে এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এরপর বর্ষা ২০০৬-২০০৮ শিক্ষাবর্ষে Paul Revere Middle School এ ভর্তি হয় এবং সফলতার সাথে ৮ম শ্রেণী শেষ করে Bravo Magnet High Medical ‘School এ ৯ম শ্রেণীতে ভর্তি হয়। সেখানে মহুয়া বড়য়ার মেধা এবং লিডারশিপ সকলের নজর কাড়ে। এমনকি সেখানে ১২শ ছাত্র-ছাত্রীদের মধ্যে All student Body President নির্বাচিত হয়। শুধু তাই নয়, মহুয়া বড়ুয়া বর্ষার শিক্ষা ক্ষেত্রে দক্ষতা এবং লিডারশিপে র জন্যেতখন তাকে District Award প্রদান করা হয়। অসাধারণ কৃতিত্বের সহিত উচ্চ মাধ্যমিক শেষ করে বর্ষা ২০১৩ সালে University of California Los Angeles (UCLA ) ভর্তি হয়।

বিশেষ করে তিনটি মূল বিষয় Molecular Cell, and Developmental Biology, বায়োমেডিকেল রিসার্চ গ্লোবাল Health এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করে। আমেরিকায় UCLA বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বে প্রথম সারির বিদ্যাপিঠের মধ্যে অন্যতম।

বিশ্বে র্যাং কি ক্যাটাগরির প্রথম বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয় সবসময় স্থান দখল করে থাকে। পাশাপাশি বর্ষা ব্যাচেলর ডিগ্রি অর্জন শেষে UCLA Stein Eye Institute e clinical research coordinator হিসেবে চার বছর কাজ করে।

মহুয়ার একটি মহৎ লক্ষ্য ছিল-সে আমেরিকায় নিজের শ্রম আর মেধা দিয়ে একজন চিকিৎসক হবে। সেই লক্ষ্য পূরণে ২০১৯ সালে আমেরিকা মহাদেশের LOYOLA UNIVERSITY, Chicago, Medical Department এ সতের ( ১৭) হাজার আবেদনকারীদের মধ্যে থেকে মেধা আর যোগ্যতার ভিত্তিতে ১৭০ জন যোগ্য আবেদন কাদরীকে ডাক্তারী কোর্সের জন্যে বাচাইকরা হয়, উক্ত যোগ্য ও সৌভাগ্যবান আবেদন কারীদের মধ্যে বর্ষা একজন।

আজকে মহুয়া বড়ুয়া বর্ষার স্বপ্নপূরণ হয়েছে। গত ১৩ মে Loyola Stritch School of Medicine থেকে আনুষ্ঠানিকভাবে Doctor of Medicine ডিগ্রি অর্জন করেছে।