ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে আগামী ২২ এপ্রিল শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টারে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক থাকবেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।