আজ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা । যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী বৌদ্ধ সম্প্রদায় দিনটি পালন করে থাকেন।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধপূজা দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুসংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সূত্রপাঠ ও শ্রবণ, অষ্টশীল গ্রহণ, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বিহার আলোকসজ্জা, শান্তি শোভাযাত্রা, ধর্মালোচনা সভা, দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রাথনা।
উল্লেখযোগ্য।
৪ মে সরকারি ছুটি অনুযায়ী আজ শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
বৌদ্ধধর্ম মতে, আজ থেকে সুদীর্ঘ আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমা দিনে সিদ্ধার্থ গৌতমের আবির্ভাব, বুদ্ধত্বলাভ হয়। আবার এই একই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন। এই তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা বৈশাখী পূর্ণিমা দিনে ঘটেছিল বলে বৈশাখী পূর্ণিমার বহুল পরিচিত নাম বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত।