১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল পবিত্র অষ্টমী তিথি

আগামীকাল পবিত্র অষ্টমী তিথি । বুধবার  ৬ সেপ্টেম্বর ২০২৩ইংরেজি । ২৫৬৭ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের ষষ্ঠ উপোসথ দিবস।  বুধবার রাত্রি ৮টা ৪০মিনিট হতে বৃহস্পতিবার রাত্রি ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ।

শীল সুগন্ধের ন্যায় মনোহর সুগন্ধ আর নেই। ইহা বায়ুর অনুকূল এবং প্রতিকূল উভয়দিকে সমানভাবই প্রবাহিত হয়। অর্থাৎ, পুষ্প-সুগন্ধি দ্রব্য ইত্যাদির সুগন্ধ বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির কীর্তিগন্ধ সর্বদিকে প্রবাহিত হয়।

আসুন অষ্টমী তিথিতে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমীতার পরিপূর্ণতা সাধনে সংকল্পবদ্ধ হই। এবং পরিবারের সকল সদস্যগণকে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালনে উৎসাহিত করি। আর যাদের পুরো দিবস উপোসথ গ্রহণের সুযোগ নেই, তারা অর্ধ-উপোসথ হলেও উপোসথ গ্রহণের সংকল্পবদ্ধ হতে পারেন। সাধু সাধু সাধু

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

আগামীকাল পবিত্র অষ্টমী তিথি

আপডেট সময় ১০:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

আগামীকাল পবিত্র অষ্টমী তিথি । বুধবার  ৬ সেপ্টেম্বর ২০২৩ইংরেজি । ২৫৬৭ বুদ্ধবর্ষের ত্রৈমাসিক বর্ষাবাসের ষষ্ঠ উপোসথ দিবস।  বুধবার রাত্রি ৮টা ৪০মিনিট হতে বৃহস্পতিবার রাত্রি ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ।

শীল সুগন্ধের ন্যায় মনোহর সুগন্ধ আর নেই। ইহা বায়ুর অনুকূল এবং প্রতিকূল উভয়দিকে সমানভাবই প্রবাহিত হয়। অর্থাৎ, পুষ্প-সুগন্ধি দ্রব্য ইত্যাদির সুগন্ধ বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, কিন্তু শীলবান ব্যক্তির কীর্তিগন্ধ সর্বদিকে প্রবাহিত হয়।

আসুন অষ্টমী তিথিতে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালন পূর্বক নিজেদের শীল পারমীতার পরিপূর্ণতা সাধনে সংকল্পবদ্ধ হই। এবং পরিবারের সকল সদস্যগণকে উপোসথ শীল গ্রহণ ও প্রতিপালনে উৎসাহিত করি। আর যাদের পুরো দিবস উপোসথ গ্রহণের সুযোগ নেই, তারা অর্ধ-উপোসথ হলেও উপোসথ গ্রহণের সংকল্পবদ্ধ হতে পারেন। সাধু সাধু সাধু