অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবিরের ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবী করেছেন চকরিয়া সংঘরাজ সারমেধ স্মৃতি সংসদ।
সংসদের সভাপতি প্রকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ দাবী জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে গত ৮ মার্চ ২০২৪ ইং তারিখে ভিত্তিহীন বাংলাদেশ বৌদ্ধ সমিতির তথাকথিত নেতা নেত্রীগণ যেভাবে একজন পূজনীয় বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলা করেছে তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক, সমগ্র বৌদ্ধ জাতি আজ লজ্জিত। এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা সংঘরাজ সারমেধ স্মৃতি সংসদ এর সকল সদস্যবৃন্দ আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবি করছি।
আগামীতে যেন কেউ বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলা করতে না পারে তৎজন্য নিরাপত্তা বিধান করা হউক।