০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৬২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর উপর  হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ৩টা থেকে ফটিকছড়ি উপজেলাধীন সচেতন বৌদ্ধ জনসাধারণ ও উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির যৌথ আয়োজনে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক র‍্যালি বের করা হয়।

এ সভায় বক্তব্য রাখেন- ভদন্ত রতন প্রিয় মহাথের, ভদন্ত বিজয়ান্দ থের,ভদন্ত সুমনজ্যোতি ভিক্ষু, বোধিশ্রী ভিক্ষু, সজল বড়ুয়া, পবিত্র বড়ুয়া, আশীষ কান্তি বড়ুয়া, পাবন বড়ুয়া পংকজ, নীলিমা বড়ুয়া, সেফু বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, সুপ্টু বিকাশ বড়ুয়া, পলটন বড়ুয়া, টিপন বডুয়া, মিন্টু বড়ুয়া, রনভীর বড়ুয়া লিংকন, শয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া, বাবু রিটন বড়ুয়া প্রমুখ। সভায় সঞ্চালনা করেন  সেফু বড়ুয়া (অপূর্ব)ন

এসময় মানববন্দনের মাধ্যমে তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন

আপডেট সময় ১১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর উপর  হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ৩টা থেকে ফটিকছড়ি উপজেলাধীন সচেতন বৌদ্ধ জনসাধারণ ও উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির যৌথ আয়োজনে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক র‍্যালি বের করা হয়।

এ সভায় বক্তব্য রাখেন- ভদন্ত রতন প্রিয় মহাথের, ভদন্ত বিজয়ান্দ থের,ভদন্ত সুমনজ্যোতি ভিক্ষু, বোধিশ্রী ভিক্ষু, সজল বড়ুয়া, পবিত্র বড়ুয়া, আশীষ কান্তি বড়ুয়া, পাবন বড়ুয়া পংকজ, নীলিমা বড়ুয়া, সেফু বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, সুপ্টু বিকাশ বড়ুয়া, পলটন বড়ুয়া, টিপন বডুয়া, মিন্টু বড়ুয়া, রনভীর বড়ুয়া লিংকন, শয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া, বাবু রিটন বড়ুয়া প্রমুখ। সভায় সঞ্চালনা করেন  সেফু বড়ুয়া (অপূর্ব)ন

এসময় মানববন্দনের মাধ্যমে তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানানো হয়।