চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স প্রবাসী বৌদ্ধরা ।
রবিবার (১০ মার্চ) ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রে ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বৌদ্ধরা এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে ভদন্ত বরসম্বোধি মহাথের, ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত জ্যোতিসার থের, ভদন্ত শাক্যবংশ থের, ভদন্ত চন্দ্রজ্যোতি থের,ভদন্ত কল্যাণরত্ন থের, ভদন্ত শাক্যবংশ থের, উত্তম বড়ুয়া ,মিঠু বড়ুয়া, সুরজিত বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া , রীমা মুৎসুদ্দি, ডেনি বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন ।
পলাশ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুমন বড়ুয়া ।
বক্তারা, শিক্ষাবিদ অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।